কৃষকদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ সেনাবাহিনীর
কৃষকদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ সেনাবাহিনীর
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মাঝে ৩ প্যাকেট রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক,২১ বীর)।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো: ইয়াসির আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম, সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুস পাটোয়ারী প্রমুখ।
মেজর মো: মোয়াজ্জেম হোসেন জানান, শাহরাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। বিগত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে শাহারাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।
ক্যাপশন: শাহরাস্তি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও নগদ অর্থ বিতরণ করছেন মেজর মো: মোয়াজ্জেম হোসেন (পিএসসি)।