শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২১, ২০২৫
news-image

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১,৫০০ জনকে ক্ষমা করেছেন।

ট্রাম্প ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, “আমি ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করবো।”

তাঁর বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন। এক নারী উল্লাসে চিৎকার করে বলেন, “স্বাধীনতা!”

ট্রাম্প ক্যাপিটল হিল আক্রমণের ঘটনায় কারাবন্দি ব্যক্তিদের রাজনৈতিক বন্দি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে তাঁদের মুক্তি দেবেন।

তবে এই ক্ষমা কতটুকু বিস্তৃত হবে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরা এর আওতায় পড়বেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

২০২১ সালের ৬ জানুয়ারি, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন আক্রমণ করে। কংগ্রেস সদস্যরা তখন জো বাইডেনের প্রেসিডেন্ট পদে জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিচ্ছিলেন। এই ঘটনার ফলে অন্তত পাঁচজন প্রাণ হারান।

ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে অভিশংসনের উদ্যোগ নিলেও সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের অভাবে তিনি শাস্তি থেকে রেহাই পান।

সূত্র: বিবিসি, সিএনএন

আর পড়তে পারেন