খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেবিদ্বারে বিএনপি’র লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বি.এন.পির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে সোমবার সকালে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে গুনাইঘর দক্ষিন ইউনিয়ন এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি নেতা হারুন অর-রশিদ এর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হংকং বিএনপি’র সভাপতি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সম্ভ্যব সংসদ সদস্য প্রার্থী এ এফ এম তারেক মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলার যুবদল নেতা মো. আবদুল আলীম পাঠান, মোঃ দেলোয়ার হোসেন সরকার, হাজী মীর হোসেন, মো. তৈয়বুর রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস.এম ইমরান হাছান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মো. জসীম উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, মো. রুস্তম সরকার , উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহ জামান, কুমিল্লা উত্তর জেলা আরাফাত রহমান কোকো যুবও ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ সুমন নিজামী, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দল নেতা মোঃ ইসমাইল হোসেন নিরব, মোঃ ফারুক আহাম্মেদ, ছাত্র নেতা, আবু তাহের, মো. সবুজ পাঠান, হামিদ, আল আমিন, মো. ফারুক আহম্মেদ, খলিলুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।