গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে মানুষের মাঝে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে-কাজী নাহিদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, কাজী জাফর আহমেদ একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য ২০১৩ সালে আন্দোলনের সূচনা করেছিলেন। তখনকার সময় কাজী জাফর আহমেদকে আওয়ামী সরকার অনেক অফার করেছিলেন। কিন্তু তিনি সে অফারে রাজি হননি।
জবাবে তিনি বলেছেন, সারা বাংলাদেশের বঞ্চিত জনগণ একটি গণতান্ত্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায়। গত আগস্টে আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর চৌদ্দগ্রামের জনগণ মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে ভোট দেওয়ার আকাঙ্খা সৃষ্টি হয়েছে। আমরা অনেক বছর পার করে এসেছি, এই চৌদ্দগ্রামে হানাহানি মারামারি সন্ত্রাস চাই না। আমরা একটি দুর্নীতিমুক্ত মাদক মুক্ত মানবিক চৌদ্দগ্রাম চাই।
তিনি শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত আমানগন্ডা গাউছিয়া মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টি(জাফর) আহ্বায়ক জামাল হোসেন মেম্বারের সভাপতি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হারুন রশিদ, জাকির হোসেন, আবু আহমেদ সোহাগ, মোহাম্মদ তুহিন, সাহেব আলী, হারুন রশিদ, বাচ্চু মিয়া, খুরশিদ আলম, জয়নাল আবদীন, বজলু মিয়া, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিনার হোসেন, নেকবার আলী, সৌরভ হোসেন, আব্দুস সামাদ, তারেক আহমেদ, রসুল মিয়া প্রমুখ।