শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইমেজিং সেন্টারের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১১, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
সিটি স্ক্যান করার মাধ্যমে শরীরের ভেতরের নিখুঁত ছবি পাওয়া যায়। ফলে বিভিন্ন রোগ নির্ণয়ে পরীক্ষাটি সহায়ক হয়। কম্পিটেড টমোগ্রাফি স্ক্যান সংক্ষেপে সিটি স্ক্যান নামে পরিচিত। কম খরচে রোগ নির্ণয়ের জন্য কুমিল্লা ইমেজিং সেন্টারে নিয়ে আসল অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় কুমিল্লায় ইমেজিং সেন্টারে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রসূল মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আবদুল আউয়াল সরকার, অর্থ-পরিচালক- মোঃ আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান- মোঃ সোহেল রানা, মোঃ ওমর ফারুক, মোঃ আসাদ্জ্জুামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক- মোস্তফা, নিখিল দেবনাথ, সহ-অর্থ পরিচালক- মোঃ মনিরুল ইসলাম, পরিচালক (মার্কেটিং) কবীর আহমেদ, মোঃ মাহবুবুর রহমান স্বপন, কার্যনির্বাহী সদস্য- মোঃ ফরহাদ হোসেন (জুয়েল), মোঃ আরিফুর রহমান হেলাল, স্বপন দাস, মোঃ আনোয়ার হোসেন (মানিক), পরিচালক- মোঃ আলমগীর খাঁন প্রমূখ। উক্ত সভায় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ নির্ধারিত আলোচ্যসূচি ছাড়াও ইমেজিং সেন্টারের উন্নতি ও অগ্রগতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আর পড়তে পারেন