রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০২৪
news-image

 

দাউদকান্দি  প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে পানিতে ডুবে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিটেশ্বরে ইউনিয়নের মলয় গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে ।

নিহতরা হলো উপজেলার মলয় গ্রামের আটোরিকসা চালক আনোয়ার হোসেনের ছেলে মোঃ রিফাত হোসেন (১০) ও একই উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবদুল আজিজের ছেলে ফয়সাল হোসেন(১১)। তারা দুই জনই স্থানীয় আল কোরবান একাডেমির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষার্থী রিফাত ও ফয়সাল দুইজন পুকুর পাড়ে ফুটবল খেলছিল। বলটি পুকুরে পড়ে গেলে ফয়সাল বলটি আনতে পুকুরের পানিতে নেমে হাবুডুবু খাচ্ছে তখন বন্ধুকে বাঁচাতে রিফাতও নেমে দুই বন্ধু পানিত তলিয়ে যায় বলে স্থানীয়দের ধারনা। পরে স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষনা করেন। এদিকে তাদের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আল-কোরাআন একাডেমির শিক্ষক হাফেজ মোঃ শাহাদাত হোসেন বলেন, গরমের কারণে মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। আমাদের দুই জন শিক্ষাথীর মৃত্যুতে মাদ্রাসার কতৃপক্ষ শোকাহত।

দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, মাদ্রাসা দুই শিশু শিক্ষার্থী খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু খবর পেয়েছি। স্বজনরা লাশ নিয়ে দাফনের করেছেন।

আর পড়তে পারেন