শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় তরুণীর প্রেমের ফাঁদে প্রতারণার শিকার ব্যবসায়ী, গ্রেপ্তার ৭

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০২৪
news-image

 

স্টাফ রিপোর্টার:
মাত্র ২৩ বছর বয়সে  তাসনুবা আক্তার বিভিন্ন ব্যক্তিকে  প্রেমের ফাঁদে ফেলে  প্রতারণা করে  সর্বশান্ত করে ছাড়ছেন।   প্রেমের ফাঁদে ফেলে নির্দিষ্ট স্থানে নিয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে নানা ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। সর্বশেষ তার প্রতারণার ফাঁদে পড়ে  কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা গ্রামের মামুন (ছদ্মনাম)  প্রায় ৩০ লক্ষ টাকা খুইয়েছেন।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে  জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শুক্রবার  রাতে প্রতারণার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার হয়।

গ্রেফতার হওয়া  ব্যক্তিরা হলেন,  কুমিল্লা সদরের সুবর্ণপুর এলাকার সৈয়দ আব্দুর রউফ এর ছেলে সৈয়দ আয়াত উল্লাহ (৩৭), বালুতুপা গ্রামের মো. ইসহাক মিয়ার ছেলে ইমরান হোসেন (৪০), একই এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে মো. কবির হোসেন (২৮), বরুড়া উপজেলার শ্রীপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. মোজাম্মেল হক (৩৬), গালিমপুর গ্রামের মো. আলী আজগর এর ছেলে মো. আব্দুর রহিম, চান্দিনা উপজেলার কেশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে তাসনুবা আক্তার (২৩) ও লাকসাম উপজেলার বড় বিজরা গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. সাখাওয়াত হোসেন (২৮)।

শনিবার (৪ মে) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ সুপার আবদুল মান্নান। এ সময় সংবাদ সম্মেলনে আরো  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান রাফি ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা  রাজেশ বড়ুয়া প্রমুখ।

আর পড়তে পারেন