শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মান বিষয়ে উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন। সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সভায় কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়কে পেপার লেস করে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে। অনলাইনে ৩৪টি লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হচ্ছে, ভিপি শাখায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে, দূর্নীতি ও আর্থিক অনিয়ম রোধে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হবে। এসময় তিনি আরও বলেন, আমরা কাজের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে চাই।

এছাড়াও সভায় কুমিল্লার রসমালাই জিআই পণ্য হিসেবে স্বাীকৃতির সার্টিফিকেট উপস্থাপন করা হয়। ঐতিহ্যগত বিষয়ে কোন তথ্য থাকলে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়।

আর পড়তে পারেন