শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগর বাজারে ভেজাল বিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৪, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন,নবীনগর :

মাহে রমজানে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্ধারিত মূল্য যাচাইকরণ, পণ্য মজুদ ও ভেজাল খাবার রোধে বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী নবীনগর বাজারে আকস্মিক এ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে নূরজাহান হোটেলে রান্নাকরা বুটের ডাল, কাচা মাংসের সাথে ডীপ ফ্রিজে পাওয়া যায়। ক্ষতিকর হাইড্রোজ ছোলা বুটের সাথে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। তাছাড়া ক্ষতিকর মনো সোডিয়াম গ্লুটামেট ব্যবহার না করতে বলা হয়। অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘনচিনি ব্যবহার করায় পশাল আইসক্রীম ফেক্টরীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বিভিন্ন পোল্ট্রি, মুদি ও মিষ্টির দোকানেও এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ সফিকুল ইসলাম, এসিল্যান্ড মৌসুমী বাইন হীরা, ওসি মোঃ আসলাম সিকদার, সাংবাদিক মাহবুব আলম লিটন, সঞ্জয় সাহা ও বাজার কমিটির সদস্যবৃন্দ। এ অভিযান নবীনগরের সর্বত্র অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সচেতন মহল।

আর পড়তে পারেন