গলায় ফাঁস দিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রীর আত্নহত্যা

বেলাল হোসাইনঃ
কুমিল্লার নগরীতে গলায় ফাঁস দিয়ে নাজমা আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রী আত্নহত্যা করেছে।
শুক্রবার (৪ আগষ্ট) সকালে কোতয়ালী থানা পুলিশ নগরীর ধর্মপুরের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন একটি ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত নাজমা আক্তার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার ফালগুনকরা গ্রামের মো: মোতালেব হোসেনের মেয়ে। সে ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ।
স্থানীয় সূত্র জানায়, মেসের একটি কক্ষে দরজা বন্ধ করে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাজমা।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, কি কারণে নাজমা আক্তার আত্মহত্যা করে তা বলা যাচ্ছে না, বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।