বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গিরগিটির জন্য বিলাসী সোফা!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৬

girgitiকোথাও বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে ছাউনির নিচে ডেক চেয়ারে হেলান দিয়ে কখনো রিল্যাক্স করেছেন? বাড়িতেই টিভিতে সিনেমা বা খেলা দেখার সময় হাত-পা ছড়িয়ে আরাম করেছেন?

যদি করেও থাকেন তবুও এদের ধারে কাছেও আসতে পারবেন বলে মনে হয় না। আরাম কাকে বলে তা দেখিয়ে দিচ্ছে হলিউডের গিরগিটি দম্পতি, যা সত্যিই আপনাকে অবাক করবে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

এদের জন্য ‘লাউঞ্জ…

… লিজার্ড’ নামের উত্‍পত্তি। এদের নাম বেবি আর লাভ। খুব ছোট থেকে বাড়িতে এদের এক প্রকার মানুষ করেছেন এদেরই মালিক। তবে সন্তান স্নেহে। তা দেখেই বুঝতে পারবেন।

কখনো খাঁচায় ভরে রাখা হয়নি এদের। দিব্যি মানুষের মাঝেই মানুষের মতো থাকে এরা। এদের জন্য বিশেষ দু’টি সোফা বানানো হেয়েছে, যাতে এদের রিল্যাক্স করার ধরন দেখে তাক লেগেছে গোটা বিশ্বের।

আর পড়তে পারেন