গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকার ইন্টার মায়ামিতে যাচ্ছেন মেসি

ডেস্ক রিপোর্টঃ
সৌদি আরবের আল হিলাল কিংবা সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি। গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।
সম্প্রতি মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন পিএসজির কোচ ক্রিস্টোফা গাল্টিয়ার। মেসির পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে চলে আলোচনায়। সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকে বড় অঙ্কের প্রস্তাব পান সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
তবে জানা গেছে, লিওনেল মেসির স্ত্রী ও সন্তানেরা সৌদি আরবে থাকতে চান না। আর বার্সেলোনার আর্থিক অবস্থাও ভালো না থাকায় ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন মেসি। এই প্রথম ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন তিনি।
বার্সেলোনার হয়ে ২১ বছরে ৩৫টি শিরোপা জিতেছিলেন মেসি। এরপর ২০২১ সালে দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। দুই বছরের চুক্তি শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি।