সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরের কচুয়ায় নিজ বসতঘরে খুন হন বৃদ্ধা মমতাজ বেগম

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে দুর্বৃত্তরা প্রবীণ নারী মমতাজ বেগম (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে। বুধবার (২৫ জুন ) দিবাগত রাতে উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মমতাজ বেগম চাপাতলী গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে মমতাজ বেগম একা ছিলেন। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে মাকে খুঁজে পাননি। বাসার দরজা খোলা ছিল এবং বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত অবস্থায় ছিল। পরে স্থানীয়রা রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢাকা অবস্থায় মরদেহ দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।

স্থানীয় বাসিন্দা মিলন জানান, ঘরে একটি রক্তাক্ত বটি দা পাওয়া গেছে এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি উল্লেখ করেন যে, দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করেছে।প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রথমে ডাকাতির ঘটনা বলে মনে হলেও, বসতঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি, যা বিষয়টিকে আরও সন্দেহজনক করে তুলেছে।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আর পড়তে পারেন