চাঁদপুরের হাইমচরে পানিতে ডুবে একই সাথে ২ ভাইয়ের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ
চাঁদপুর হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই সাথে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- দক্ষিণ আলগী গ্রামের খান বাড়ির মো. ইমান খানের ছেলে জিহাদ (৪) ও তার ছোট ভাই মো. ইমরান হোসেন খানের মেয়ে নুসাইবা আক্তার (৩)।
পরিবার সূত্র জানায়, বাড়ির উঠানে খেলা করছিল জিহাদ ও নুসাইবা। খেলার এক পর্যায়ে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই দুই শিশুকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
শিশু দুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। তবে পরিবারের তরফ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’