চাঁদপুরে এতিমদের নিয়ে ইফতার করলেন প্রবীন আইনজীবী সেলিম আকবর

মো: জাহাঙ্গীর আলম হৃদয় :-
রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করলেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। প্রতি বছরই রমজানের প্রথম দিনে ব্যক্তিগতভাবে এতিমদের নিয়ে তিনি এ আয়োজন করে থাকেন ।
১৮ মে শুক্রবার রমজানের প্রথম দিনে শহরের চেয়ারম্যানঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উক্ত ইফতারের পূর্বে আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা সাইফুদ্দিন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ জিল্লুর রহমান, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, মাওলানা মুহাম্মদ আবদুর রহমান গাজী, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক শওকত আলী, মিজানুর রহমান লিটন ভূঁইয়া, এসএম সোহেল, সাইদ হোসেন অপু, শরীফুল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী