চাঁদপুরে মধ্যরাতে তিন হাজার যাত্রী নিয়ে মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ

চাঁদপুরে মধ্যরাতে তিন হাজার যাত্রী নিয়ে মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ
চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী দুই বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত লঞ্চ দুটি হলো বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০।
বরিশালের বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা এবং নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে এই সংঘর্ষ ঘটে। গতকাল রাত ৯টার দিকে বরিশাল থেকে প্রিন্স আওলাদ-১০ এবং ঢাকা থেকে কীর্তনখোলা-১০ পৃথকভাবে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে রওনা দেয়। তবে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিনা এলাকায় লঞ্চ দুটি মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে লঞ্চ দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চটি পরে ঢাকায় পৌঁছায়। তবে প্রিন্স আওলাদ-১০ দুর্ঘটনার স্থানেই অবস্থান করে।
বিআইডব্লিউটিএ আরও জানায়, প্রায় দেড় হাজার যাত্রীবাহী প্রিন্স আওলাদ-১০ লঞ্চের যাত্রীদের সকাল সাড়ে ৯টার দিকে শুভরাজ-১০ নামের আরেকটি লঞ্চে উদ্ধার করে বরিশালের উদ্দেশে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, দুপুরের মধ্যে যাত্রীরা বরিশালে পৌঁছে যাবেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকালের দিকে শুভরাজ-৯ লঞ্চে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে পুরো ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।