চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার
চাঁদপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বাঁশ বাগান থেকে ১টি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগানের পরিত্যাক্ত অবস্থায় নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে নিহত হয় আলোচিত চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান।
ওই সময় বালু খেকো সেলিম খানের খোয়া যায় নাইন এমএম পিস্তল ও গুলি।
সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানায় চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম একটি প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানান।
প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়াসহ যৌথ বাহিনী ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন