চাঁদপুরে হাইমচরে মেঘনায় ৩ দিন পর সাহেব আলী নামে এক গরুর ব্যবসায়ী গলিত লাশ উদ্ধার
মোঃ ইসমাইল,চাঁদপুর :
চাঁদপুর হাইমচর উপজেলায় মেঘনায় মধ্যচরে তিন দিন পর আজ রবিবার সকাল ১০ টায় সাহেব আলী নামে এক গরু ব্যবসায়ী গলিত লাশ উদ্ধার করেন হাইমচর থানা পুলিশ।
শুক্রবার ৭ সেপ্টেম্বর হাইমচরে পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামের মৃত হজল করিম মৃধার ছেলে সাহেব আলী গরু ক্রয় করার জন্য মিয়ার বাজারে গেলে তাকে কুপিয়ে মেরে নদীতে ফেলে দিলে ৩ দিন পর তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয় । মৃত সাহেব আলীর শরীরের বিভিন্ন অংশে দারালো অস্ত্র আাঘাত রয়েছে।
ঘটনার পরের দিন থেকে গরুর দালাল শাহ পরান পলাতেক রয়েছে জানাযায়।