চাঁদপুর-কুমিল্লা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু
চাঁদপুর-কুমিল্লা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ বিএনপি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. সুজন হাজী (৩৬)। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও জৈন উদ্দিন হাজী বাড়ির মো. খোরশেদ আলম হাজীর ছোট ছেলে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় গুরুতর আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। পরে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হস্তক্ষেপে সুজন হাজীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন থানা পুলিশ। এবং মোটরসাইকেল গুলো হাজীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলের দিকে মহামায়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে বাকিলার উদ্দেশে রওনা দেন সুজন হাজী। পথে গোগরা এলাকার কেকে ফুড স্পটের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে দ্রুত গতিতে আসা অন্য আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় উভয় মোটরসাইকেলের তিন আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই সুজন হাজীর মৃত্যু হয়। গুরুত্বর আহত অন্য মোটরসাইকেলের দুই আরোহীকে স্থানীয় লোকজন উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ঢাকায় রেফার করেন।
জানা যায়, সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। পেশাগতভাবে তিনি মহামায়া বাজারে সুপারির ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, দুই সন্তান, এক ভাই ও এক বোন সহ বহু আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মহামায়া বাজারের ব্যবসায়ী বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
হাজীগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুজন হাজী নামে একজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে বলে জেনেছি। তবে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়।