বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক বিদ্যুৎ মিস্ত্রীর মর্মান্তিক মৃ ত্যু!

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০১৯
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ

পেটের দায়ে পাশের গ্রামে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহাউদ্দিন (৪৫) নামের এক বিদ্যুৎ মিস্ত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নতুন থোল্লাকান্দি গ্রামে রবিবার দুপুরে এ অনাকাংখিত ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামে। তার বাবার নাম মর্তুজ মিয়া।
এলাকাবাসি সূত্রে জানা যায়, নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন রায়পুরা থানার ওই দরিদ্র বিদ্যুৎ মিস্ত্রী।
ঘটনার দিন রবিবার সকালে বড়িকান্দির পাশের গ্রাম নতুন থোল্লাকান্দিতে জনৈক শহীদ মিয়ার বাড়িতে ইলেকট্রিক কাজ করতে যান বাহাউদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কাজ করার সময় অসাবধানবশত ওই বিদ্যুৎ মিস্ত্রী ঘরের ভিতরে বিদ্যুতের তারে আচমকা স্পৃষ্ট হন। এ সময় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে পাশের সলিমগঞ্জ বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড়ির মালিক শহীদ মিয়ার ভ্রাতুস্পুত্র নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিকেলে আজকের কুমিল্লাকে বলেন,”মৃতের আত্মীয় স্বজন রায়পুরা থেকে এসে বাহাউদ্দিনের লাশ বাড়ি নিয়ে গেছেন।”

তবে এ বিষয়ে কথা বলতে পাশের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই ইউসুফ আলীর মুঠোফোনে বারবার ফোন করলেও, তিনি ফোন ধরেন নি।

আর পড়তে পারেন