চান্দিনায় কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা
চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বাজারের পৌর সুপার মার্কেটে ওই সভা অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া ওই সাধারণ সভায় আগত অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। মুক্ত আলোচনায় ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সুষ্ঠু সমাধানের জন্য অতিথিদের দৃষ্ট আকর্ষণ করেন ব্যবসায়ীরা।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র ও চান্দিনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, ব্যবসায়ী নেতা শামীম হোসেন।
চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সমিতির সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিমুজ্জামান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আবদুস সামাদ, কোষাধ্যক্ষ শ্যামল কর, ব্যবসায়ী নেতা আবু তাহের, আলমগীর আলম মাঝি, খোকন নন্দী, মামুনুর রশিদ, মো. মনির প্রমুখ।