চান্দিনায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
শরীফুল ইসলাম,চান্দিনা:
কুমিল্লার চান্দিনায় নিখোঁজের দুই দিন পর ইভান (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ।
মঙ্গলবার (২ অক্টোবর) সকালে উপজেলা সদরের মহারং এলাকার একটি ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। নিহত ইভান আহমেদ মহারং গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে ।
নিহতের পিতা জহিরুল ইসলাম জানান, ৩০ সেপ্টেম্বর পাশ্ববর্তী বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অন্যান্য বাচ্চাদের সাথে সেও যায়। কিন্তু সন্ধ্যা ৬টার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকাল থেকে আশ-পাশের এলাকায় মাইকিং করাও হয়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পাশ্ববর্তী একটি ডোবায় শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসা-যাওয়ার সময় হয়তো ডোবায় পড়ে যায় শিশুটি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।