চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড

চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন মাদক সেবীকে ৫ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে গাঁজা সেবনের দায়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহার ওই কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- চান্দিনা উপজেলার মহারং গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. রাজন ও একই গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নোমান হোসেন এর নেতৃত্বে চান্দিনা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।