চান্দিনায় শিক্ষকের অমানবিক বেত্রাঘাতে ৪র্থ শ্রেণির ছাত্র আহত

চান্দিনা প্রতিনিধি :
২০ এপ্রিল ক্লাশ চলাকালীন সময়ে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড়কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হানিফ সরকার বেধরক বেত্রাঘাত করে আহত করেন মো. সামিরুল হাসান (৯) নামের এক ছাত্রকে।
সামিরুল ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার ক্লাশ রোল-১৭। সে কলাগাঁও গ্রামের আবুল হাশেম ও হাসিয়া বেগমের ছেলে।
বেত্রাঘাতে ওই শিক্ষার্থীর পিঠ ফুলা জখম হয়ে যায়। পরে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটি বর্তমানে নিজ বাড়িতে রয়েছে।
সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ে বেত ব্যবহার নিষিদ্ধ হলেও এই শিক্ষক বেত ব্যবহার করে শিশুটিকে বেধরক বেত্রাঘাত করেছেন।
শনিবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক হানিফ সরকার বলেন- ‘সামিরুল হাসান একটি ছুরি নিয়ে ক্লাশে আসে। ছুরিটি আমি তার কাছ থেকে নিতে চাইলে সে দেয় নি। এজন্য তাকে বেত্রাঘাত করেছি।
তবে, আমি অনুতপ্ত। আঘাত যে এত বেশি হবে আমি বুঝতে পারিনি। তিনি আরও বলেন- আমি এখন সামিরুলের বাড়িতেই আছি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম সরকার বলেন- আমরা বাচ্চাটিকে চিকিৎসা দিয়েছি। আসলে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ওই শিক্ষককে সতর্ক করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওয়াহাব জানান, বিষয়টি শুনেছি। রোববার শিশুটিকে দেখতে যাবো। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।