চান্দিনায় স্বামীর পরকিয়ার বলি ৩ সন্তানের জননী
শরীফুল ইসলাম, চান্দিনাঃ
কুমিল্লার চান্দিনায় প্রবাসী স্ত্রীর সাথে স্বামীর পরকিয়ার জেরে বিষপানে আত্মহত্যা করেছে শাহনাজ আক্তার (৩০) নামে তিন সন্তানের জননী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড়কলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাড়পাড়া ইউনিয়নের সুখীপুর গ্রামের রেনু মিয়ার মেয়ে এবং চান্দিনার মাধাইয়া ইউনিয়নের বড় কলাগাঁও গ্রামের জসিম উদ্দিন এর স্ত্রী।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, বড় কলাগাঁও গ্রামের এক প্রবাসী স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে জসিম। ওই নারীর সাথে পরকিয়া সম্পর্কের কারণে জসিম প্রায়ই তার স্ত্রী শাহনাজকে মারধর সহ মানসিক নির্যাতন করে চলছে।
শুক্রবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে স্বামী জসিম শাহনাজকে মারধর করায় সন্ধ্যায় বিষপানে আত্মহত্যা করে। এদিকে, এ ঘটনার পরপর স্বামী জসিম গা ঢাকা দেয়।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।










