চান্দিনায় ১০ কেজি গাঁজাসহ একজন আটক ১

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ১০ কেজি গাঁজা সহ হারুন বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
আটককৃত হারুন বিশ্বাস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিদ্রি এলাকার কালাম বিশ্বাস এর ছেলে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা রাস্তার মোড় থেকে চান্দিনা থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
চান্দিনা থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন- ‘গোপন সংবাদ পেয়ে চান্দিনা উপজেলা রাস্তার মোড়ে অভিযান চালিয়ে হারুন বিশ্বাস কে ১০ কেজি গাঁজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।’