শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনের পালটা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

চীনের পালটা শুল্কারোপের পর মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন স্টকএক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করেছে, যেখানে প্রধান সূচকগুলো প্রায় ৬ শতাংশ নিচে নেমে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় চীন পালটা শুল্ক প্রয়োগ করায় এই ধস সৃষ্টি হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ, নাসডাক ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স ৫.৫ শতাংশ নেমেছে। এছাড়া রাসেল ২০০০ সূচকও ৪ শতাংশ কমেছে।

এর আগে বৃহস্পতিবার কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে ভয়াবহ দিন কাটিয়েছিল মার্কিন শেয়ারবাজার। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০ এপ্রিল থেকে সমস্ত মার্কিন পণ্যের ওপর বাড়তি ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে, যা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে, যা পূর্বের ২০ শতাংশ শুল্কের সঙ্গে মিলে মোট ৫৪ শতাংশ শুল্ক হবে। চীনের অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, তারা ইতিমধ্যে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক বসিয়েছে, এবার তার ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প চীনের এই পদক্ষেপকে ‘ভুল খেলা’ আখ্যা দিয়েছেন। তার দাবি, চীন আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে এবং তাদের পক্ষে এই বাণিজ্যযুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই।

আর পড়তে পারেন