শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামের কাজী সাইফুল ইসলাম সোহেল লায়ন্স ক্লাবের গভর্ণর নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০১৭
news-image

মো : বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম :

গত ২১ ও ২২ এপ্রিল ঢাকার সোনারগাঁও হোটেলে ২৪তম বার্ষিক জেলা সম্মেলনে কাজী সাইফুল ইসলাম সোহেল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-২ এর গভর্ণর (২০১৭-২০১৮) নির্বাচিত হয়েছেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাকালিন সময়ের পর ২০১৭ সালে শততম লায়ন্স গভর্ণর হওয়ার এ কৃতিত্ব অর্জন করেন তিনি। লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ লাটিমী গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে ১৯৭৩ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা লায়ন কাজী রফিকুল ইসলামও একজন লায়ন। পিতার পাশে থেকেই তিনি প্রথম লিওয়িজম শুরু করেন। ক্লাব প্রেসিডেন্ট হতে শুরু করে লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনিই প্রথম বাংলাদেশে মাল্টিপল লিও ডিষ্ট্রিক্ট প্রতিষ্ঠা করেন এবং প্রথম মাল্টিপল ডিষ্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে তিনি লায়ন্স ক্লাব ঢাকা মিডটাউনের লায়ন সদস্য হিসেবে যোগ দেন এবং ক্লাব প্রেসিডেন্ট, জেলা জোন চেয়ারম্যান, রিজিওন চেয়ারম্যান কেবিনেট সেক্রেটারী এবং রিজওন চেয়ারম্যান হেডকোয়ার্টার নির্বাচিত হন। ২০১৫-২০১৬ এর জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৬-২০১৭ এর জন্য প্রথম ভাইস জেলা গভর্ণর নির্বাচিত হন। বর্তমানে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের শততম বার্ষিক পূর্তিতে ২০১৭-২০১৮ এর জন্য জেলা গভর্ণর নির্বাচিত হয়েছেন। আগামী ২৫ জুন তিনি সপরিবারে আমেরিকার সিকাগোর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। তিনি সিকাগোতে অনুষ্ঠিত সম্মেলনে শততম জেলা গভর্ণর হিসেবে শপথ নিবেন।
লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে কৃতিত্বের সাথে অনার্সসহ মাষ্টার্স পাশ করে পরবর্তীতে ইএম.বি.এ করেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। তাদের পরিবার বিশেষ করে তার পিতা কাজী রফিকুল ইসলাম একজন জনদরদী সমাজসেবী হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। এলাকায় তিনি বহু স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন। লায়ন সোহেলও অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ও আন্তজার্তিক অনেক সংগঠনের সাথে তিনি জড়িত। তিনি এলাকার উন্নয়নের জন্য সবক্ষেত্রে সবসময় আর্থিক সহযোগিতা করে থাকেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। ইতোপূর্বে তিনি আমেরিকা, বৃটেন, জার্মান, ফ্রান্স, ইটালি, অষ্ট্রেলিয়া, জাপান, চীন, মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ড, ব্যাংকক, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, ভারত ও ইউরোপের আরোও বহুদেশ সফর করেছেন। এ কৃতিত্ব অর্জনে তিনি ও তার পরিবার কুমিল্লাবাসীর নিকট দোয়া চেয়েছেন।

আর পড়তে পারেন