চৌদ্দগ্রামে পাইপগান, দেশীয় অস্ত্রসহ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পাইপগান, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ মোঃ কামরুল হাছান (৩৬) নামের এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলাইকরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান, ১টি রামদা, ১টি ছোরা ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত কামরুল হাছান হলেন চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া গ্রামের মৃতঃ সিরাজুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এই বিষয়ে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।