চৌদ্দগ্রামে প্রাইভেটকারের চাপাঁয় পথচারি নিহত
আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রাইভেটকারের চাপাঁয় মিঠু মিয়া (৭০) নামের এক পথচারি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার দোলবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুঘর্টনা ঘটে।
নিহত মিঠু মিয়া উপজেলার মাড্ডা এলাকার মৃত সালামত আলীর ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মোঃ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি পালিয়ে গেছে। মরদেহ নিহতের পরিবার বাড়িতে নিয়ে গেছে।