চৌদ্দগ্রামে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিবিরের গাছের চারা বিতরণ

কুমিল্লায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির।
রবিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভা শিবিরের উদ্যোগে অন্তত শতাধিক চারা বিতরণ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা মাদ্রাসা কার্যক্রম সম্পাদক নুরুদ্দিন মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, সাবেক শিবির নেতা জাফর ইকবাল লিটন, চৌদ্দগ্রাম পৌরসভা শিবিরের সভাপতি হোসাইন আহমেদ, শিবিরের সাবেক পৌরসভা সভাপতি আব্দুল্লাহ আল মিশু, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন শামিম প্রমুখ।