চৌদ্দগ্রামে ১১ মামলার পলাতক আসামি গ্রেফতার

সেলিম সজীবঃ
কুমিল্লার দক্ষিণাঞ্চলে মাদক সম্রাট হিসেবে পরিচিত ও ১১টি মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী কালি কৃষ্ণনগর এলাকা থেকে চৌদ্দগ্রাম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল জানান, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালি কৃষ্ণনগর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ ১১টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।