চৌদ্দগ্রাম থানায় ওসির ফেসবুক আইডি হ্যাক

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ এর Oc Chouddagram ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে ।
Oc Choiddagram ফেসবুক আইডি হ্যাক করে মেসেন্জারের মাধ্যমে তার আইডিতে থাকা সংযুক্ত অনেকের কাছ থেকে কৌশলে টাকা চাইছে বলে জানা যায় ।
চৌদ্দগ্রাম থানায় অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ জানান, যদি কারো মেসেঞ্জারে Oc Chouddagram এই ফেসবুক আইডি থেকে টাকা চেয়ে মেসেজ করা হয় তাহলে কোন প্রকার লেনদেন না করে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।