চৌদ্দগ্রাম মক্তবে কোরআন শিখে বাইসাইকেল উপহার পেল ৫ শিশু

চৌদ্দগ্রাম মক্তবে কোরআন শিখে বাইসাইকেল উপহার পেল ৫ শিশু
গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ মক্তব শিক্ষা আজ হারিয়ে যাওয়ার পথে। একসময়ে কাক ঢাকা ভোরে ঘুম থেকে উঠে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখন শিশুদের দিন শুরু হয় সকাল ৮-৯টায়।
হারিয়ে যাওয়া এ কোরআন শিক্ষাকে ফিরিরে আনার লক্ষ্যে কুমিল্লা চৌদ্দগ্রামে শনিবার সন্ধ্যায় দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে মক্তব পাঠদান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় বুদ্ধিন সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা অংশগ্রহণকারী পাঁচ শিশুকে বাইসাইকেলসহ সর্বমোট ১০৯ টি পুরস্কার তুলে দেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ।
মাওলানা নূর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান মীর হোসেন মীরু, মাওলানা মাহবুবুল হক মিয়াজী, মাওলানা আতিক উল্লাহ, আইনজীবী শরিফ মজুমদার, হাফেজ সোলাইমান, মাওলানা আব্দুল মতিন, মাছুম।
এতে কোরআন তেলোয়াত, কোরআন হিফজ, মাসালা, দোয়া ও নামাজ শিক্ষা বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন ১০৯ জন শিশু।