শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছটকুর ‘দলিলে’ যুক্ত হলেন মারুফ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১, ২০১৬

maruf-newsshomoy

বিনোদন ডেস্ক: ‘সত্যের মৃত্যু নেই’খ্যাত পরিচালক ছটুকু আহমেদ চলতি মাসে শুরু করতে যাচ্ছেন তার নতুন ছবি ‘দলিল’র শুটিং। ছবিটিতে এরই মাঝে চুক্তিবদ্ধ হয়ে আছেন চিত্রনায়ক শিপন ও চিত্রনায়িকা তানিয়া বৃষ্টি। ছবিটিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক কাজী মারুফ।

এই সম্পর্কে ছটকু আহমেদ বলেন, ‘মারুফ ‘দলিলে’ কাজ করার জন্য চূড়ান্ত হয়েছে। ছবিটিতে খুব গুরত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে দর্শক ভিন্ন রকম এক মারুফকে দেখতে পাবে’।
২২ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং হবে বরিশাল, মানিকগঞ্জ ও পুবাইলসহ দেশের বিভিন্ন লোকেশনে।
‘দলিল’র ভিলেন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়িকা মৌমিতা মৌকে।

আর পড়তে পারেন