শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপ প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুলের

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২৫
news-image

জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপ প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

১০০টি পণ্যের ওপর নতুন ভ্যাট ও শুল্ক আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই সিদ্ধান্ত জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জনগণের ওপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “আমরা লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ১০০টিরও বেশি পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ করেছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষত দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে এবং তাদের অর্থনৈতিক দুরবস্থা আরও গভীর করবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন