জেলা পরিষদ নির্বাচন: দেবিদ্বারে এমপি সমর্থিত দুই প্রার্থীর বিশাল জয়

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দেবিদ্বারে ( ৬ নং ওয়ার্ড) সাধারণ সদস্য পদে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: বাবুল হোসেন ওরফে ভিপি বাবুল ( হাতি ) । অপর দিকে সংরক্ষিত ( দেবিদ্বার, চান্দিনা ও বরুড়া) সাধারণ সদস্য পদে ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিরিন সুলতানা (ফুটবল) । এরা দুজনই সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থিত বলে জানা গেছে।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দেবিদ্বারে ( ৬ নং ওয়ার্ড) সাধারণ সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান সরকার (তালা) পেয়েছেন ৫৩ ভোট।
অপর দিকে মহিলা সদস্য পদে বিজয়ী শিরিন সুলতানা দেবিদ্বারে ১৫১ ভোট, চান্দিনায় ১০৩ ভোট ও বরুড়ায় ৮৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহিনুর লিপি ৩ উপজেলায় পেয়েছেন ৪২ ভোট (দেবিদ্বারে ৯ ভোট, চান্দিনা ২২ ভোট ও বরুড়ায় ১১ ভোট)।
পরাজিত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান সরকার এবং শাহিনুর লিপি দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার সমর্থিত ছিলেন বলে জানা গেছে।