টাইগারদের জন্য মোট ৬ কোটি টাকার বোনাস ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ
১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েই জয় পেল বাংলাদেশ। আনন্দে ভাসছে গোটা দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই জয় বাংলাদেশের মানুষের জন্য ঈদের উপহার।
বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। খেলা শেষেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এই ঐতিহাসিক জয়ের জন্য ২ কোটি টাকার বোনাস ঘোষণা করেছেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলার জন্য দেয়ার কথা ছিল চার কোটি। সেই অর্থ সহ এখন টাইগাররা পাচ্ছেন মোট ছয় কোটি টাকা।
সব মিলিয়ে আনন্দের বন্যায় ভাসছেন টাইগররা।
ঢাকা টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড় অস্ট্রেলিয়ার নামার আগে রোমাঞ্চিত ছিলেন। এই রোমাঞ্চই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এনে দিল। হলো আরেকটি ইতিহাস।