টাকার অভাব কিং খানের!
বিনোদন ডেস্ক: বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে শাহরুখ খান অন্যতম। অথচ তারও টাকার অভাব! এ কারণেই নিজের শখ পূরণ করতে পারছেন না তিনি। নিজের মুখেই একথা জানিয়েছেন ৫০ বছর বয়সী এই সুপারস্টার। দীর্ঘদিন ধরে একটি উড়োজাহাজ কিনতে আকুল হয়ে আছেন শাহরুখ। কিন্তু টাকা কই? ছবির পেছনেই তিনি নিজের সঞ্চয়ের বেশিরভাগ অর্থ লগ্নি করে রাখেন। বলিউড বাদশার কথায়, ‘আমি একটি উড়োজাহাজ কিনতে চাই, কিন্তু আমার কাছে অতো টাকা নেই। আমার সব টাকা ছবির পেছনে দিয়ে রেখেছি। নিজের কেনা উড়োজাহাজে চড়তে পারলে খুব ভালো লাগতো। তখন আরও বেশি কাজ করতে পারতাম।’
যোগ করে শাহরুখ আশাবাদ নিয়ে বলেছেন, ‘একদিন নিশ্চয়ই আমার অনেক টাকা-পয়সা হবে। কিন্তু এখন ছবিতে লগ্নি করার মতোও যথেষ্ট টাকা নেই আমার। মানুষকে যে কোনো একটি বেছে নিতে হয়। যেমন আমাকে যদি কখনও উড়োজাহাজ কেনা অথবা ছবি তৈরি করার মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তাহলে আমি ছবির দিকেই যাবো।’
এক ভিডিও আড্ডায় পেশা ও ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের সঙ্গে অংশ নিয়েছেন শাহরুখ। জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জীবনে অনেক উদ্বেগ আছে। এরকম একটি পর্যায়ে এলে ও আমার মতো কাজ করলে অনেক কিছুর দিকে খেয়াল রাখতে হয়। সবচেয়ে বড় ব্যাপার হলো সবার সঙ্গে নমনীয় থাকা, অন্যদের খেয়াল রাখা ও তাদের কথা ভাবা। তবে এমন একদিন আসবে যখন কোনো চিন্তা আর কাজের ব্যস্ততা রাখতে চাই না। তখন বরং কেউ আমার খেয়াল রাখলে খুশি হবো।’ শাহরুখ এখন ব্যস্ত যশরাজ ফিল্মসের ‘ফ্যান’ (ওয়ালুশা ডি’সুজা) ও ফারহান আখতার প্রযোজিত ‘রায়ীস’ (মাহিরা খান, নওয়াজুদ্দিন সিদ্দিকি) ছবির কাজ নিয়ে। চলতি বছরেই মুক্তি পাবে এগুলো।