রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিসি নিয়োগে ঘুস লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সচিব

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০২৪
news-image

ডিসি নিয়োগে ঘুস লেনদেনের খবরকে ‘ভুয়া’ বললেন সচিব

ডেস্ক রিপোর্ট:

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে সিনিয়র সচিব অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, “এটি একটি মিথ্যা খবর।”

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রকাশিত প্রতিবেদনে যে স্ক্রিনশট দেখানো হয়েছে, তা আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন বলে দাবি করেন সিনিয়র সচিব।

তিনি আরও জানান, ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে না।

আর পড়তে পারেন