ডিসেম্বরের ২১ দিনেও যে ১০ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি
ডিসেম্বরের ২১ দিনেও যে ১০ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি
চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে ২০০ কোটি ৭২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এলেও, দেশের ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরের প্রথম ২১ দিনে কোনো রেমিট্যান্স না আসা ব্যাংকের সংখ্যা ১০টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। একই সঙ্গে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স পাওয়া যায়নি।
এদিকে, ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৬১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৫১ লাখ ৬০ হাজার ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার। ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।