ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক টিম গঠন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দাউদকান্দিতে প্রতিদিন বাড়ছে ঙ্গেু রোগীর সংখ্যা। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ ও পৌর প্রশাসনের পক্ষ থেকে দু’টি ওয়ার্ডকে েেডঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করে প্রতিরোধে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একাধিক টিম গঠন করেছেন। হঠাৎ কওে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে এবং চিকিৎসা সেবা প্রদানসহ প্রতিরোধে গঠন করা টিম কাজ শুরু করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসদরে ৫নং ও ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক মাসে তিন নারীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। গত ১৩ জুন রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে দোনারচর গ্রামের রাসেল সরকারের স্ত্রী শাহীনুর আক্তার(২৪), ১৮ জুন একই গ্রামের নাজির চৌধুরীর স্ত্রী সালমা বেগম(৫৬) রাজধানীর মিরপুর একটি বেসরকারী হাসপাতালে এবং সবজিকান্দি গ্রামের মৃত শাহজালাল মিয়ার স্ত্রী জোৎস্না বেগম(৬০) ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ২৫ মে মারা যান। এতে পুরো পৌরসভা এলাকায় ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভীতি ও অস্থিরতা বিরাজ করছে।
দাউদকান্দি উপজেলা প্রশাসন সংক্রমিত এলাকায় ৩০ সদস্যবিশিষ্ট টিম গঠন করেছেন। স্থানীয় ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্ধের সমন্বয়ে গঠিত টিম ডেঙ্গু সচেতনতায় মতবিনিময় সভা, লিফলেট, ব্যানার, মাইকিং করা হচ্ছে। এছাড়া ঝোপঝাড় পরিচ্ছন্নতা ও মশক নিধন জোরদারকরনে ঔষুধ ছিটানোর কার্যক্রম চলছে।
অপরদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিন সদস্যের একটি টিম গঠন করেছে।
ওই টিমের প্রধান পৌরসভার দোনারচর ২০ শয্যা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ সুমি বলেন, পৌরসভার দোনারচর এবং সবজিকান্দি গ্রাম দুটি রেডজোনে পরিণত হয়েছে। আজ বুধবার দুটি গ্রামের ঘরে ঘরে এবং বিভিন্ন দোকানে ডেঙ্গু আক্রান্ত বা অসুস্থ্য আছে কি না খোজ খবর নিয়েছি।
স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে সচেতনতায় বাড়াতে এবং সতর্ক থাকতে পাশাপাশি অসুস্থ্য হলেই সাথে সাথে স্বাস্থ কমপ্লেক্সে বা নিকটস্থ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পরামর্শ দিয়েছি।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন, এই পর্যন্ত সরকারীভাবে প্রায় তিনশতাধিক ডেঙ্গু আক্রান্তের তথ্য পেয়েছি। গত একমাসে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারাগেছে। মে মাস থেকে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত শুরু হয়। আজ বুধবার নয় জন ডেঙ্গু আক্রান্ত রোগী কমপ্লেক্সে চিকিৎসাধীন বেশির ভাগই পৌরসভার বাসিন্দা। আর আমরা একটি টিম গঠন করেছি। ওই টিম সার্বক্ষনিক জনসচেতনতা বাড়ানোসহ চিকিৎসাসেবা দিতে মাঠে কাজ করছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাঈমা ইসলাম বলেন, দাউদকান্দি পৌরসদরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পৌরসভা কর্তৃপক্ষ অব্যাহত রেখেছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে এবং মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে পৌরসভার প্রশাসক ও ইউনিয়ন চেয়ারম্যানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে সংক্রমিত এলাকায় ৩০ সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়েছে।