তিতাসে বসত ঘরে বজ্রপাতের আগুন
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে বজ্রপাতে একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০সেপ্টম্বর) বিকেলে ওই গ্রামের মরহুম নুরুজ্জামান চেয়ারম্যানের বাড়ির একটি বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বাড়িতে থাকা অন্যান্য বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রবল ঝড়বৃষ্টির শুরু হয়। এ সময় জিয়ারকান্দি গ্রামের মরহুম নুরুজ্জামান চেয়ারম্যানের ভাই সিরাজ মিয়ার ঘরে হঠাৎ বজ্রপাত হয়। এতে সঙ্গে সঙ্গে ঘরটিতে আগুন ধরে যায়। এ সময় ঘরে থাকা লোকজন দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজেদের আত্মরক্ষা করেন।
বজ্রপাতের সঙ্গে সঙ্গে পুরো ঘরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এরশাদ হোসেন ঘটনাস্থল থেকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। গৌরীপুর বাজার পার হইতে একটু সময় লাগে। কয়েকটি ঘরেই আগুন ছড়িয়ে যায়। নিয়ন্ত্রণে আমাদের কর্মীরা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে বলা যাবে।










