তেলের পরিমাপে কারচুপির অভিযোগে কুমিল্লায় ১টি পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা
শাহ ইমরান:
কুমিল্লায় জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে মেসার্স নাইমুল ফিলিং স্টেশন এন্ড এলপিজিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় অভিযানটি পরিচালিত হয়। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রে আব্দুল্লাহ আল নূর আশেক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আলেখার চর মেসার্স নাইমুল ফিলিং স্টেশন এন্ড এলপিজি নামক পেট্রোল পাম্পের দুটি ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের ত্রুটি পাওয়া যায়। অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০৭ মি.লি. এবং ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম তেল দেওয়া হচ্ছিল। এতে পাম্পটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স রহমান ফিলিং স্টেশন, আলেখার চর, আদর্শ সদর, কুমিল্লা নামক পেট্রোল পাম্পের অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া গেছে।
মোবাইল কোর্ট অভিযানে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তাগণ, মো. লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি), এবং মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) তাদের দায়িত্ব পালন করেন।
এ অভিযানের মাধ্যমে পরিমাপের সঠিকতা নিশ্চিত করে জনগণের স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।