শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০২৪
news-image

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে দাউদকান্দির দেলোয়ার নিহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দক্ষিণ আফ্রিকায় আপিংটন শহরে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী।

মঙ্গলাবার(২২অক্টোবর) বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী দেলোয়ার প্রধান (৪২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব কাউয়াদি গ্রামের গ্রামের মৃত লাল মিয়া প্রধানের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে দেলোয়ার সবার ছোট।

বুধবার(২৩অক্টোবর) সকালে দেলোয়ার প্রধানের গ্রামের বাড়ীতে গিয়ে দেখা যায়, ‘সন্ত্রাসীদের গুলিতে দেলোয়ার নিহত হওয়ার খবর জানার পর তার বাড়িতে শোকের মাতম চলছে। তার বৃদ্ধ মা মমতাজ বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। উঠানে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বসে আছেন।

বড় ভাই রশিদ প্রধান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন দেলোয়ার । আমার আরেক ভাই মিজান ওখানে থাকে, সে দেলোয়ারকে নিয়েছে। এর মধ্যে দেলোয়ার কয়েকবার দেশে এসেছিল। ওইখানে দেলোয়ার আলাদা নিজে দোকান দিয়েছিল। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আফ্রিকান এক যুবক আমার ভাইয়ের দোকানে বাইরে থেকে সদাই কিনতে টাকা দেয়। ভাই দোকান থেকে সদাই নিয়ে তার হাতে দেয়ার সময় আমার ছোট ভাইয়ের পেটে গুলি করে দেয়। এতে কয়েকফুট দুরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমার ভাই দেলোয়ার।

পরিবার থেকে জানা যায়, ২০১০ সালে পাশের তিতাস উপজেলার নাগেরচর গ্রামে বিয়ে করেন দেলোয়ার। বিয়ের দুই বছর পর দক্ষিণ আফ্রিকা যায় দেলোয়ার। বার বছরের আল জামি নামে এক ছেলে গৌরীপুরের ভয়েজার স্কুলে ৬ষ্ট শ্রেণীতে পড়ে। ছেলেকে লেখা পড়া করানোর জন্য গৌরীপুর বাজারে ভাড়া বাসায় থাকতেন স্ত্রী শাবানা বেগম।

শাবানার ছোট বোন খালেদা আক্তার বলেন, রাত দুইটার সময় দুলাভাইয়ের মারা যাওয়ার খবর পেয়ে অজ্ঞান হয়ে যায় আমার বোন। রাতেই বোনকে নিয়ে আমাদের বাড়ী নাগেরচর চলে যাই। তিনি জানান, আমার আপন ভাই এবং দুলাভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে আমরা খবর পাই।

নিহতের মা মমতাজ বেগম ছেলের মৃতদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, এবিষয়ে এখনো কেউ জানায়নি, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

আর পড়তে পারেন