দলে ফিরলেন নাসির
স্পাের্টস ডেস্ক: নাসির হোসেন । ফাইল ছবি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ১৫ জনের এই দলে চমক তেমন নেই। তবে জিম্বাবুয়ে সিরিজে বাইরে থাকার পরও বিশ্বকাপের দলে ফিরেছেন নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন। ভারতে ৮ মার্চ থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধি.), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার।
স্ট্যান্ড বাই: ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম, মুক্তার আলী।