দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধু নিহত
দাউদকান্দি, প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইতিরানী সাহা(৩৮) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভিকতলা গ্রামে নারায়ন সাহার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু নারায়ন সাহার স্ত্রী।
জানা যায়, ইতিরানী তার ৪ ও ৬ বছরের মেয়েদের নিয়ে প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে প্রতিবেশী জীবনচন্দ্র দাসের বাড়ীর উপর দিয়ে স্কুলে যাওয়ার সময় তার(জীবনচন্দ্র) স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে ইতিরানী সাহা মাটিতে লুটিয়ে পড়েন। ছোট মেয়েদের চিৎকার শুনে কৃষ্ণ সাহা ছুটে আসেন। আহতবস্থায় ইতিরানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রতিবেশী জীবনচন্দ্র ও তার স্ত্রী পুর্ণিমাকে আটক করে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে প্রেরণ করেছি। আর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য জানার জন্য জীবনচন্দ্র ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে।