শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে রিফাত হত্যা মামলায় গ্রেফতার হওয়া বাবুল জড়িত নয়: বাদির মা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২১, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রিফাত হত্যা মামলায় মাহবুবুর রহমান বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।তবে রিফাতের মা ও দুলাভাই সায়েদুল জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি বাবুল এ হত্যা মামলায় জড়িত নয়।

সোমবার(২০ জানুয়ারি)রাতে উপজেলার দশপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহবুবুর রহমান বাবুল দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের বাসিন্দা। ২৫ জানুয়ারি সোহরাওয়ার্দী হাসপাতালে বাবুলের ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

রিফাতের দুলাভাই সায়েদুল জানান, ২৬ আগষ্ট দায়ের করা রিফাত হত্যা মামলায় কারা আসামি হয়েছে জানি না। রাজনীতিবিদরা মামলায়  আসামিদের নাম উল্লেখ করে আমার শাশুড়িকে বাদি করেছে। কে আসামি হয়েছে আমরা জানি না। আটক হওয়া বাবুল মিয়া আমাদের রিফাত হত্যায় জড়িত নয়। তাকে গ্রেফতার করার পর আমরা রাতে থানায় গিয়ে ওসি সাহেবকে বলেছি- বাবুল জড়িত নয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, স্থানীয় কোন্দলের জেরে বাবুলকে রিফাত হত্যা মামলায় আসামি করা হয়েছে। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, সে রিফাত হত্যা মামলার ৪৫ নম্বর আসামি। এ মামলায় আগে আরো একজন গ্রেফতার হয়েছে। বাবুল জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত কর্মকর্তা তদন্ত করছে।

আর পড়তে পারেন