দাউদকান্দিতে সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

জাকির হোসেন হাজারীঃ
ঢাকা চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহি বাসে তল্লাশী সাড়ে ৪ হাজার ইয়াবাসহ শফিকুল ইসলাম সবুজ (২৫)নামে বাসযাত্রীকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।
বুধবার মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে মোহন সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী সিল্কলাইন ট্রাভলসের যাত্রীবাহি বাসে তল্লাশী তাকে আটক করা হয়।
সে কক্সবাজার জেলার টেকনাফ থানার নতুন কল্যাণ পাড়া গ্রামের মোঃ নুরুল আলমের পুত্র।
হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির আহমেদ ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহসড়কের বিশ্বরোড মোহন পেট্টোল পাম্পের সামনে ঢাকাগামী সিল্কলাইন ট্রাভলসের একটি বাসে তল্লাশী চালায়। এফ-১ সিটের যাত্রী শফিকুল ইসলাম সবুজ এর সাথে নীল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়ায় তাকে আটক করে জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।