শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ইতালি প্রবাসীর ঘরের তালা ভেঙ্গে চুরি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৯, ২০২১
news-image

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দেবিদ্বারের বড়শালঘরের মৃত স্কুল শিক্ষক আবদুল করিম সরকারের বাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে ডুকে সকল দরজার তালা ভেঙ্গে আলমিরাতে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে, এ সময় চোরেরা ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ওই স্কুল শিক্ষক এর ছেলে আকতারুজ্জামান জানান, গ্রামের বাড়িতে বসবাস করেন তারা। গত কয়েকদিন ধরে মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। বাড়ি ফিরে এসে দেখে ঘরের দরজার তালা ভাঙ্গা। এরপর ঘরে ঢুকে দেখে কে বা কারা তার ষ্টিলের আলমিরা ভেঙ্গে স্বর্ণের চেইন, আংটি ও বোনদের গহনা (যার ওজন ১০ ভরি) ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে গেছে। বাড়িতে না থাকার সুযোগে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরো বলেন, বাড়িতে ঢুকে লন্ডভন্ড অবস্থায় ঘর দেখা মাত্রই দেবিদ্বার থানায় বিষয়টি লিখিত ভাবে অভিযোগ করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে আমি প্রশাসনের কাছে চোরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানাচ্ছি।

আর পড়তে পারেন